“দশ বছর আগের সৃজনপুর আর এখনের সৃজনপুর এর মধ্যে অনেক পার্থক্য।“- চায়ের কাপে এক চুমুক দিয়ে ভটচাজ মশাই বললেন। ভটচাজ মশাই হলেন আমাদের গ্রামের ও আশেপাশের আর চার-পাঁচটা গ্রামের মধ্যে একজন সুপরিচিত এবং নামি-দামি ব্যক্তি। যৌবন বয়সে তিনি ভারতের বহু স্থান ঘুরেছেন এবং অসীম জ্ঞান ভান্ডারে অধিকারী হয়েছেন।