ময়ুরাক্ষী!সবুজ বনানী ঘুরে অশান্ত সাগরের তীরে বালুকাময় বালির উপর রেখেছে আস্তানা।ময়ুরাক্ষী! বলে জীবনের কথা,জীবিকার কথা উদাস দুপুরের কথা।
ময়ুরাক্ষী! উদাস দুপুরের একলা ঘাটের উপর শোনায় প্রেমের বাঁশি,বিষাদের যন্ত্রণা উপশমের উপায়।
ময়ুরাক্ষী! কোনো পথের উপর আন্দোলনের বলে কথা,দগ্ধ গগনে খালি পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন কথা শোনায়।
ময়ুরাক্ষী! শক্ত কোনো কঠিন গদ্যের পরিভাষা,তীব্র তেজে উঠে জ্বলে।
ময়ূরাক্ষী! তোমার আমার গল্প,ঠোঁটের কোনে লেগে থাকা কথা।
ময