ভালোবাসা কি?কিভাবে প্রকাশ করে সেটা?
এর অনুভূতি কেমন?
কাউকে ভালোবাসলে কি কেবলি তা, বার বার মুখে বলে বুঝাতে হবে, অপরপাশের মানুষটাকে?
যদি চোখ না বুঝে চোখের, ভাষা! হৃদস্পনের আওয়াজে যদি শুনতে না পায় অপর পাশের মানুষটাকে ভালোবাসার ব্যাকুলতা।
তবে মুখে বলে বার বার প্রকাশ করে কি লাভ?
ভালোবাসার অপর শব্দটা হলো বিশ্বাস, ভরসা।
একে অপরের প্রতি বোঝাপড়া, বিশ্বাস, ভরসা শব্দগুলো যতো গভীর,সে ভালোবাসার স্থায়িত্ব ততোই মজবুত।
চোখ সব সময় সত্যি দেখে না,কান সব সময় সত্যি শোনে না।
তাই সত্যি জানতে হলে বাস্তবায়ন করতে হবে। আবেগের বশে চোখের দেখা বা কানের শোনা জিনিস গুলো যদি বিশ্বাস করে নিই, তবে জীবনে আসতে পারে কঠিন বিপর্যয়।
রোদ যে এমন একটা চরিত্র, যার মাঝে ভালোবাসার গভীরতা বিশাল।তবে প্রকাশ খুবই কম।
রোদ মুখের কথায় নয় কাজে বিশ্বাসী। ভালোবাসার মানুষটাকে যথাযথ যত্নে রেখে আগলে রাখতে জানে। তবে অপর পাশের চরিত্রটা নীলা, সে অঢেল ভালোবাসলেও ভেতরে বিশ্বাসের অভাবে, সে তাঁর ভালোবাসার মানুষটাকে দূরে ঠেলে দেয়।
আর রোদ, যে বার বার তাঁর ভালোবাসার মানুষটাকে হারিয়ে বার বার ফিরে আসে। ভূল নিজে না করেও অপরপাশের মানুষটাকে দোষারোপ করে না।
ভালোবাসার মানুষটার মুখে তেঁতো কথা গুলো ভেতরে যন্ত্রণার ক্ষত তৈরি করে দেয়,সময়ের কাছে হার মেনে ভালোবাসার মানুষটার কথামতো অনেক দূরে চলে যায়। বছরের পর বছর কেটে যাওয়ার পরও সে তাঁর ভালোবাসার মানুষটাকে ভুলতে পারে না।হেরে যায় জেদের কাছে, ফিরে এসে আবার ক্ষতবিক্ষত হয় ভালোবাসার মানুষটার কাছে।