বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকরা নিজেদের স্বাধীন সত্তার অনুপ্রেরণা থেকে সৃজনে মনোনিবেশ করেন। অর্থনৈতিক আতি সচেতনতার যুগ প্রবর্তনের পরে একসময় মনে করা হয়েছিল সাহিত্যিকরা হয়তো অর্থকরী সুযোগ-সুবিধা না পেলে লেখনিকে স্তব্ধ করে রাখবেন। কিন্তু বাস্তবে দেখা গেল আর্থিক সচেতনতা আর সামাজিক মাধ্যমের সাহিত্যকর্মের যুগে সাহিত্যিকদের অর্থনৈতিক অবস্থা যতই অবনতি হোক না কেন, পাঠক যতই সাহিত্যের প্রতি আনিহা, অবজ্ঞা, অর্থনৈতিক কার্পণ্য প্রদর্শন করুন না কেন, সাহিত্যিকরা তাদের লেখার ধারাবাহিকতা আগের থেকে বরঞ্চ আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন।
সেই সমস্ত নিঃস্বার্থ সাহিত্য সেবকদের হাত থেকে বেরিয়ে আসা কিছু অমূল্য সাহিত্যকর্ম নিয়ে এই গ্রন্থখানি প্রকাশিত হলো পাঠকদের ভালো লাগলে সেটাই হবে এই সামগ্রিক প্রচেষ্টার প্রকৃত মূল্যায়ন