সমাজে আমাদের চতুষ্পার্শ্বে অনবরত ঘটে চলে বহু কাঙ্খিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রবাহ। যা গেছে তা যাক বলে আমরা সব সময় দায় এড়িয়ে যেতে যেমন পারিনা তেমনি আজ যা ভাবতে বাধ্য থাকি তা যে আমাদের সঙ্গী থেকে ন্যায়-নীতির পঞ্চশিখরে বিচরণ করায় এমনও নয়। প্রকৃতার্থে ন্যায়-নীতি প্রতিনিয়ত স্থান-কাল-পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। অনিবার্যতার হাত ধরে চলতে চলতে জীবনের ঘাত-প্রতিঘাতে পুড়তে পুড়তে জীবন কখনো কখনো তথাকথিত নৈতিকতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে । প্রতিনিয়ত সমাজের বৃক্ষ থেকে ঝরে পড়ে কিছু বৃদ্ধ অসার নৈতিকতার হলুদ পাতা , সেই শুকনো পাতা পাড়িয়ে এগিয়ে যেতে যেতে জীবনের গাছে গাছে আবার আসে নতুন কিশলয় আর পুষ্পদাম এর হিল্লোল। নিজের ভেতরের জীর্ণ সত্তাটাকে কখনো নিজেই এনে দাঁড় করিয়ে দেই আয়নার সামনে। তবুও তুল্যমূল্য বিচারের গণ্ডি পেরিয়ে বিবেকবোধকে জাগিয়ে রেখে কর্তব্যবোধের পরাকাষ্ঠায় স্বর্গীয় মেলবন্ধনের এক দ্যার্থমূলক পরিসংখ্যন এই উপন্যাস।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners