আজ আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে প্রয়োজনাতিরিক্ত আর্থিক ও বিলাসের সাম্রাজ্য গড়ে তোলার লক্ষে একশ্রেণীর মানুষ অন্য আর এক শ্রেণীর মানুষকে পণ্য করে তুলছে নির্দ্বিধায়। এই রহস্য উপন্যাসটির মধ্যে তেমনই এক যুবকের কথা বলা হয়েছে যে গর্জে উঠেছে শোষক সমাজের দুর্নীতির বিরুদ্ধে। ছিনিয়ে আনতে চেয়েছে শোষিত সমাজের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার টুকু। সেই অসম যুদ্ধে লড়াই করার পরিনাম কি হলো সেটাই ব্যক্ত আছে এই উপন্যাসের পরতে পরতে।