প্রতি বছরই ছোটদের লেখালেখি-কে উৎসাহ দিতে নেট ফড়িং এর পক্ষ থেকে প্রকাশ করা হয় শিশু-কিশোর সংখ্যা। ছোটদের পড়ার উপযোগী বড়দের লেখা ও ছোটদের লেখা ও হাতে আঁকা ছবি নিয়ে প্রকাশিত হয় ‘নেট ফড়িং শিশু-কিশোর সংখ্যা’। বিগত বছরগুলোতে অনলাইন মাধ্যমেই এই সংখ্যা প্রকাশিত হয়েছে। তবে এ বছরই প্রথম এই সংখ্যা মুদ্রিত আকারে প্রকাশিত হল। আশা রাখছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই শিশু-কিশোর সংখ্যা। সেই সাথে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে নেট ফড়িং এর সর্বপ্রথম যে মুদ্রণ সংখ্যা ২০১৮ সালে বইমেলা-কে উপলক্ষ্য করে প্রকাশিত হয়েছিল সেটির শুভ উন্মোচন হয়েছিল একজন শিশু লেখকের হাত দিয়েই। নেট ফড়িং শুরুর দিন থেকেই নতুন লিখিয়েদের কাছে হয়ে উঠেছে এক বড় আশ্রয়। প্রবীণদের ছত্রছায়ার এভাবেই বেড়ে উঠুক নেট ফড়িং এর আগামী প্রজন্ম। তারাও আগামীতে মহীরুহ হয়ে ছায়া দেবে নতুন প্রজন্মকে। এ পথ চলা শুরু হোক এই শিশু-কিশোর সংখ্যার হাত ধরেই।