You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palনক্ষত্রখচিত আকাশ এবং আমাদের পারিপার্শ্বিক নিপুন শৃঙ্খলা ও শৃঙ্খলময়তা দেখে মনুষ্যজগৎ বৃস্মিত এবং কুর্নিশ জানাই সেই সমস্ত কার্যকরণের সদা সক্রিয় অতিকারক স্বরূপ মহাজাগতিক বুদ্ধিমত্তাকে। বিজ্ঞানের আশীর্বাদে মানবজাতি আজ বহু রহস্য অনাবৃত করেছে, তথাপি অতিকার্যকারক সারবস্তু অদ্যবধি অধরা রয়ে গেছে যে রূপ সূর্যরশ্মি কখনোই সূর্যকে আলোকিত করে না। সুতরাং এই সংক্ষিপ্ত রচনা মাধ্যমে মায়া ও ব্রম্ভ রূপে অভিব্যক্ত জগত এবং অতীন্দ্রিয় জগত ব্যাখ্যায়িত হয়েছে। মায়া পর্যবেক্ষণের জন্য আমাদের চক্ষু যুগলের দক্ষতা এবং ব্রহ্মের অতি কার্য-কারনিক অস্তিত্বময় অদৃশ্য জগতকে উপলদ্ধি করার ক্ষেত্রে অদৃশ্য তৃতীয় নেত্র তথা জ্ঞানচক্ষুর কার্যক্ষমতা পরীক্ষামূলক ভাবে উপলব্ধির সাথে বর্ণিত হয়েছে। তবে গ্রন্থের কোন ব্যাখ্যা কখনোইচরম সত্যকে উপলব্ধি করার পক্ষে যথেষ্ট নয়, বরঞ্চ পাঠক পাঠিকাদের চরম সত্যকেপরীক্ষামূলকভাবে অনুধাবন করার জন্য আধ্যাত্ম বিজ্ঞানে প্রবেশের ক্ষেত্রে উদ্দীপ্ত করবে।
সিদ্ধার্থ ভট্টাচার্য্য
শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য্য একজন প্রগাঢ় আত্ম- অনুভবশীল ব্যাক্তি এবং একজন শিক্ষক। তিনি আত্মজ্ঞান ও আধ্যাত্বিকতার নিগূঢ় তত্ত্ব তার গুরু ডাঃ অবধূত শিবানন্দ এর থেকে লাভ করেন। এই বইটির মাধ্যমে তিনি আমাদের সাথে তার অভিজ্ঞতা পূর্ণ ব্যাখ্যা গুলির প্রগাঢ় জ্ঞানকে ব্যাক্ত করতে চেয়েছেন যাতে পাঠকবর্গ প্রকাশিত বিজ্ঞানের বাইরে চরম সত্যকে জানার অনুসন্ধানকারী হিসেবে আধ্যাত্মিক বিজ্ঞানের পথে উৎসাহিত হতে পারে।
The items in your Cart will be deleted, click ok to proceed.