You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palঅবাধ প্রেমের অনায়াস দিগ্বিজয়,
তবু অবাঞ্ছিত সন্তানের জন্ম নয়;
স্বামী-স্ত্রী ক্রীতদাস-ক্রীতদাসী নয়; হোক পরাধীনতার অন্ত।
বেঁচে থাক নিরন্তর বসন্ত,
শুধু আজ নয়, কালও, কাল অনন্ত;
শুধু হেথা নয়, সর্ব্বথা – জুড়ে দিক-দিগন্ত;
শুধু আমি নয়, নয় শুধু প্রেমিক-প্রেমিকা, শান্ত-অশান্ত, দুরন্ত;
নয় শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রীষ্টান, ধনবান্ বা সর্ব্বস্বান্ত;
নেই জরা, পাতা-ঝরা, শিশু-যুবা-বুড়োরা সব হতচ্ছাড়া – অক্লান্ত।
গ্রীষ্ম না রবে ভয়ঙ্কর দুর্দান্ত,
না উঠিবে জ্বলে, ঘোর দাবানলে বিশ্বের চারি প্রান্ত;
গ্রীষ্মের উত্তাপে, জল হবে পরিণত বাস্পে, চালাবে ইঞ্জিন অবিশ্রান্ত;
উত্তাপ পরাজিত, বিদ্যুৎশক্তিতে রূপায়িত, ব্যাটারীতে সঞ্চিত, শক্তিমন্ত;
সোলার প্যানেলে সারাদিন, তাপ হবে বিদ্যুতে বিলীন; হবেনা প্রাণান্ত।
গ্রীষ্মের দাবদাহে, যন্ত্রণা না রহে, ফসলভরা চাষীগৃহে; নিরন্তর বসন্ত।
বর্ষার বন্যায় হবে না দেশ ভাসন্ত,
প্লাবনে হবে না ফসলের অন্ত, জলে ডুবে প্রাণান্ত;
রুখিবো নদীর জল বাঁধ বেঁধে; শুষ্ক গ্রীষ্মে হবে তৃষ্ণার অন্ত।
জলের স্রোতে টারবাইন ঘুরন্ত; ব্যাটারীতে বিদ্যুতের সঞ্চয় প্রাণবন্ত।
বিজ্ঞানীদের পর্য্যবেক্ষণ, জলবায়ু ভবিষ্য-দর্শন ক’রবে সংশয়ের অন্ত;
বাঁধবো বাঁধ কোথায়, টারবাইন-প্যানেল কোথায়, হ’তে হবে অভ্রান্ত।
যবে প্রকৃতির বর্ষা-গ্রীষ্ম পৃথ্বীবাসীকে ক’রবে না নিঃস্ব, বিজ্ঞানীরা সেইদিন হবে শান্ত।
যা কিছু প্রকৃতির দান, আকাশ, আলোক, তনু, মন, প্রাণ দেবে পৃথিবীর প্রেমে বসন্ত।
নরনারীর সারাজীবন বসন্ত, নির্বিবাহ প্রেম নির্ভয় অফুরন্ত; পরিকল্পনামতো আইভিএফে সন্তান জীবন্ত।
গ্রীষ্ম না রবে ভয়ঙ্কর দুর্দান্ত, বর্ষার বন্যায় হবে না দেশ ভাসন্ত, বছরের পর বছর ধ’রে নিরন্তর বসন্ত।।
ডাঃ পরমেশ ঘোষ
আগামী যুগের পৃথিবীর জন্য পরমেশের স্বপ্ন - সীমান্তহীন বিশ্বের বিবাহহীন সমাজ, যেখানে নাগরিকেরা শিখবে কিভাবে প্রকৃতির মতো সহজে কম শক্তির খরচে উৎপাদন করা বা পরিষেবা দেওয়া সম্ভব; এতে জীবাশ্ম জ্বালানির অপচয় কমবে, জনসংখ্যা-বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে, পৃথিবীর তাপমাত্রা বজায় থাকবে।
হায়ার সেকেণ্ডারী পরীক্ষায় প্রথম কুড়িজনের মধ্যে থাকায়, পরমেশ ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিল; এর পরে ইঞ্জিনীয়ারিংএর ফাইন্যালে দ্বিতীয় স্থান। আন্তঃ বিশ্ববিদ্যালয় বেতার নাটক প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিমে অভিনয় ক’রে- একবার রানার্স আপ, আর একবার চ্যাম্পিয়ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনীয়ারিং পত্রিকা ও সাহিত্য পত্রিকার সম্পাদনা ক’ছে। ‘বসুমতী’র পূজা সংখ্যায় লিখেছে স্কুল জীবনে।
গ্র্যাজুয়েট ইঞ্জিনীয়ার হ’য়ে কর্মজীবনের শুরু হুগলী ডকে, হাওড়ার বার্ন কোম্পানীতে। এরপরে পরমেশ ছিল জামসেদপুরে ইণ্ডিয়ান টিউব কোম্পানীর ফোরম্যান, স্টীল টিউবের কোল্ড-ড্রয়িং-এর বিশেষজ্ঞ; এখানেই জেভিয়ার ইনস্টিটিউটে পার্ট-টাইম কোর্সে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। পরমেশ পেয়েছিলো ইণ্ডিয়ান টিউব কোম্পানীকে কম্পিউটারাইজ করার দায়িত্ব; তারপরে হিন্দুস্থান অর্গ্যানিক কেমিক্যাল্সকে কম্পিউটারাইজ করার ভূমিকায়। এর পরে পরমেশ কাজ করে কম্পিউটার-কনসাল্টেন্সী প্রতিষ্ঠান- কম্পিউট্রনিক্স ইণ্ডিয়া, হিন্দুস্তান কম্পিউটার্স লিমিটেড আর টাটা কন্সাল্টেন্সী সার্ভিসেসে।
কম্পিউটারে পারদর্শিতার জন্যে অস্ট্রেলিয়ার নাগরিক হবার সুযোগ পায়। অস্ট্রেলিয়াতে পার্ট-টাইম পড়াশোনা চালিয়ে পরমেশ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অফ কম্পিউটিং সায়েন্সের ডিগ্রি অর্জন করে। এর পরে বহু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমন্বয়ের উপর গবেষণা ক’রে ও কম্পিউটিং সায়েন্সে পি-এইচ-ডি উপাধিতে ভূষিত হয়। ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনগুলোর সম্মিলিত ভাবে কাজ করার পদ্ধতির প্রবর্তন করেছিল পরমেশ; সম্ভবতঃ এই কাজই তাকে পরবর্তীকালে অনুপ্রাণিত ক’রেছিল সারা পৃথিবীর সবদেশ মিলিয়ে এক বিরাট দেশ – বিরাট পরিবারের স্থাপনায়।
পরমেশ দূরদর্শী দার্শনিক; স্বপ্ন দেখে কী ক’রে এই পৃথিবীর প্রতিটি নাগরিককে আরও বেশী সুযোগ দেওয়া যায় – পৃথিবীর যে কোনো দেশে থেকে ভালভাবে বাঁচার, এবং কাজ করার জন্যে। ও মূলতঃ জীবিকা নির্বাহের জন্য কোর ব্যাঙ্কিং আর্কিটেক্ট এবং বিজনেস ইন্টেলিজেন্স পরামর্শদাতা হিসাবে, পৃথিবীর নানা দেশে কাজ ক’রেছে; ওয়ারশ-এর ব্যাঙ্কে মাল্টি-চ্যানেল ব্যাঙ্কিং চালু করার জন্যে সাম্মানিক পুরস্কার পেয়েছে। ওয়ারশ-এর পরে পরমেশ ব্যাঙ্কক, ম্যানিলা, জাকার্ত্তা, গ্ল্যাসগো, কুয়ালালামপুরে দী্ঘদিনের প্রোজেক্টে কাজ ক’রেছে, ও বিভিন্ন দেশের মানুষের কথা শুনেছে, সহযোগিতা ক’রেছে।
পরমেশের সম্প্রতি প্রকাশিত গ্রন্থগুলি:-
খোঁজ (December2022
Irreparable (May2022),
The items in your Cart will be deleted, click ok to proceed.