You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palরামায়ণ ভারতের দুটি প্রধান মহাকাব্য এর একটি । এই কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনার পাশাপাশি আদর্শ ভৃত্য, আদর্শ ভ্রাতা, আদর্শ স্ত্রী ও আদর্শ রাজার চরিত্র চিত্রণের মাধ্যমে মানবসমাজের আদর্শ ব্যাখ্যা করা হয়েছে। রামায়ণও একটি কাহিনিমাত্র নয়, এটি হিন্দু ঋষিদের শিক্ষা,দার্শনিক ও ভক্তি উপাদান সহ আখ্যানমূলক উপমার মাধ্যমে উপস্থাপিত হয়েছে এই মহাকাব্যে। ভারতের সংস্কৃতি চেতনার মৌলিক উপাদানগুলিই প্রতিফলিত হয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান ও রাবণ চরিত্রগুলির মধ্যে। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও রামায়ণকে প্রাচীনতর গ্রন্থ মনে করা হয়। রাম-সংক্রান্ত পৌরাণিক উপাখ্যানের প্রধান উৎস ঋষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য। এছাড়া বিষ্ণু পুরাণ-এ বিষ্ণুর সপ্তম অবতার রামের উল্লেখ আছে। ভাগবত পুরাণ-এর নবম স্কন্ধের দশম ও একাদশ অধ্যায়ের রামের কাহিনি বর্ণিত হয়েছে। এছাড়া মহাভারত-এও রামের উপাখ্যান উল্লিখিত হয়েছে। ১.ধৃতি , ২.ক্ষমা, ৩.দম , ৪.অস্তেয় (অনৈতিক বিষয় তথা ছল, কপটতা, বিশ্বাস ঘাতকতা ইত্যাদি হতে বিরত থাকা), ৫.শুচিতা (শারীরিক ও মানসিক ভাবে সব সময় পবিত্র তথা পরিষ্কার থাকা), ৬.ইন্দ্রিয় নিগ্রহ (শরীরের ইন্দ্রিয়সমূহকে লোভ্য বস্তু থেকে বিরত রাখা), ৭.ধী(মাদকদ্রব্য ও অন্যান্য বুদ্ধি নাশক পদার্থ, কুসংসর্গ, আলস্য ও প্রমাদ ইত্যাদি ত্যাগ করে বুদ্ধির উন্নতি সাধন), ৮.বিদ্যা(সকল বিষয়ে যথার্থ জ্ঞান অর্জন করা), ৯.সততা(যে পদার্থ যেরূপ তাকে সেইরূপ মনে করা, সেইরূপ বলা এবং সেইরূপ করা), ১০.অক্রোধ (রাগ বা ক্রোধ পরিত্যাগ করে শান্তি প্রভৃতি গুণ গ্রহণ)। এই দশটি হচ্ছে ধর্মের লক্ষণ।রামায়ণ কাব্যের অন্তরালে উপরিউক্ত বৈশিষ্ট্য গুলিই প্রকাশিত করার প্রয়াস করা হয়েছে বিভিন্ন ঘটনা ও উপঘটনার মাধ্যমে।
প্রদীপ কুমার রায় ।
লেখক 31+ বছর পরিষেবার পরে ব্যাংকিং পরিষেবা থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই সময়, তিনি এস বি আইয়ের পুরশুরা শাখায় চিফ ম্যানেজার (অফিং) হিসাবে পোস্টেড ছিলেন। এস বি আইতে, তিনি শাখা ব্যবস্থাপক, এইচআর ম্যানেজার, সিস্টেম ম্যানেজার ইত্যাদির মতো বিভিন্ন কার্যক্রমে কাজ করেছিলেন। তখন লেখকের শখ ছিল বিভিন্ন ম্যাজিক আবিষ্কার করা এবং বিভিন্ন নিবন্ধ লেখা । তাঁর লিখিত প্রথম বই "প্রেরণা"প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। ইতিমধ্যেই তার লিখিত বিভিন্ন নিবন্ধ ও প্রবন্ধ বেশ কিছু বহুল প্রচারিত ও স্বল্প প্রচারিত সংবাদপত্র ও ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে। ম্যাজিকের ক্ষেত্রে, লেখকের চিত্রের সাথে বায়োডাটা ম্যাজিশিয়ানদের ওয়ার্ল্ড ডিরেক্টরিতে প্রকাশিত হয়েছিল।
লেখকের শিক্ষাগত যোগ্যতা হ'ল বি.এসসি (পদার্থবিজ্ঞানে অনার্স), এম.এসসি (কম্পিউটার সায়েন্স), কম্পিউটার অ্যাপ্লিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পি জি ডি সি এ), সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস-গ্লোবাল (সি সি এন এ), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিংয়ের সার্টিফাইড সহযোগী (সি এ আই আই বি) ।এছাড়াও তিনি বিভিন্ন শংসাপত্র কোর্স যেমন ফটো, ভিডিও এবং অডিও সম্পাদনা, অ্যানিমেশন, হার্ডওয়্যার, কোবল প্রোগ্রামিং, হিন্দির প্রাজ্ঞ কোর্স ইত্যাদিও করেছেন ।
অবসর গ্রহণের পরে লেখক কয়েকটি একাডেমী এর সাথে "ব্যাংকিং" এর বিশেষজ্ঞ ইন্সট্রাক্টার হিসাবেও অংশ নিয়েছিলেন এবং এখন তিনি তাঁর ইউটিউব চ্যানেল, ফেসবুক পৃষ্ঠা, ওয়েবসাইট, ব্লগ, স্টক ফটোগ্রাফি , বিভিন্ন লেখালেখি , নিজের লিখিত বই প্রকাশ ইত্যাদিতে ও ইন্টারনেট ভিত্তিক কাজে নিযুক্ত রয়েছেন ।
লেখকের লিখিত ও প্রকাশিত বই:
বাংলায় - ১) প্রেরণা ২) অনুপ্রেরণা ৩) মহাভারতে কি কি তথ্য চিহ্নিত আছে যা আজও প্রাসঙ্গিক? ৪) পুরাণ কাহিনীর অন্তর্নিহিত অর্থ ৫) রামায়নের অজানা তথ্য ৬) মানবতার পূজারী স্বল্প পরিচিত ভারতীয়ের কাহিনী ৭) আশপাশের গাছগাছালির ঔষধি ও সৌন্দর্য্য গুণ ৮) জানা মানুষের অজানা কাহিনী, ইত্যাদি ।
ইংরাজীতে:- ১) How to Write Banking Letter (For Banker & Customer) More than 120 Relevant sample letters ২) How to write an email( ethics, examples & samples of emails) ৩) The story of a little-known Indian worshiper of humanity ৪) Secrets of Motivation & Inspiration ৫) Unpopular but Attracting with Historical Interest Tourist Place in Bardhaman ৬) Digital Banking Ready Reference for Customer ৭) ‘Corona’ in Imagination, Troll & Mimes ৮) Banking Q & A ৯) Secrets of Motivation and Inspiration etc.
হিন্দিতে:- ১) ক্যায়সে প্রেরক কৌশল মে সুধার কর সকতে হ্যায় ২) ছাত্রঃ ও ব্যাঙ্কার কে লিয়ে ব্যাঙ্ক
The items in your Cart will be deleted, click ok to proceed.