You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palদ্বিজেন্দ্রলাল রায়ের নাটক থেকে উদ্ধৃত নামকরণেই বিচ্ছুরিত ব্যঙ্গ। তবে কটাক্ষ শুধু ‘বিচিত্র এই দেশ’-এর রাজনীতি, সমাজ তথা সংস্কৃতিকে নয়, বহির্ভারতের পরিস্থিতির প্রতিও। বইটিতে মোট ৯৭টি বাছাই তথ্যসমৃদ্ধ ফিচার এবং ২টি রাজনৈতিক কৌতুক সংকলিত। রচনাগুলো ২০১৫-১৮-র মধ্যে মুলত সান্ধ্য আজকাল ও অন্য কয়েকটি দৈনিক এবং কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত। বিষয় চয়ন যেমন বহুমুখী, সেগুলির বিশ্লেষণও অত্যন্ত মৌলিক ও অন্তর্ভেদী। নারী ও শিশুর প্রতি হিংসা, লিঙ্গ অসাম্য, ক্রমবর্ধমান অপরাধ ও সন্ত্রাসবাদ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ডামাডোলে ভারতবাসীর বিভ্রান্ত জাতীয়তাবোধ – ইত্যাদি সম্পর্কে লেখিকার উদ্বেগ পাঠকের মধ্যেও সঞ্চারিত হতে বাধ্য। হয়তো কিছু কায়েমি স্বার্থকে বিরাগ করেছে, কিন্তু এগুলো পড়লে বোঝা যাবে চিন্তাগুলো অহেতুক ছিল না; বর্তমান পরিস্থিতির পূর্বাভাস বহু দিন ধরেই পেয়েছিলেন লেখিকা।
আলোচিত হয়েছে কিছু ঋতুভিত্তিক উৎসব ও তাদের বর্তমান হাল-হকিকতও। সংকলনটির সৌন্দর্য রচয়িতার গভীর সমাজবীক্ষণ ও তার বিদ্রূপাত্মক অথচ সংবেদনশীল প্রকাশে যার মূলধন হল সততা। এই সময় একটি সীমান্তবর্তী রাজ্যে দাঁড়িয়ে এতখানি নিরপেক্ষ ও দুঃসাহসী উচ্চারণ সত্যিই বিস্ময়কর। তবে লঘু-গুরু অধিকাংশ রচনাই পরিবেশিত রসবোধের আকর্ষক মোড়কে।
শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৫ই ডিসেম্বর, ১৯৭১ মামাবাড়ির শহর মেদিনীপুরে, আর পৈতৃক বসবাস সূত্রে শেকড় পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার ডিশেরগড় খনি অঞ্চলে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (রসায়ন অনার্স), স্নাতকোত্তর বিএড, এমবিএ-র পর কর্মজীবন শুরু হয়েছিল একটি ফার্মাসিউটিকল সংস্থায়। পেশা জীবনে নানা ঝড় ঝঞ্ঝা পেরিয়ে ২০১০ থেকে লেখালিখির জগতে নোঙর করে বর্তমানে একাধিক পত্র-পত্রিকায় গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ছোটদের সাহিত্য, ভ্রমণকাহিনী, ফিচার ইত্যাদি রচনায় নিয়মিত। কবিতা দিয়ে যাত্রা শুরু হলেও শ্রীপর্ণা গদ্য সাহিত্যে বিশেষভাবে স্বকীয়। ছোটগল্প ও উপন্যাসের জন্য পুরস্কৃতও হয়েছেন একাধিকবার। তবে নৃতত্ত্ব, মনস্তত্ত্ব, ইতিহাস তথা সমাজ-রাজনীতি বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ রচনা তাঁর অন্যতম অনুরাগ ও দায়বদ্ধতার জায়গা। একই দায়বদ্ধতা নিয়ে লিখে চলেছেন নানা বিষয়ে নির্ভীক কলাম। ফ্রিলান্স কনটেন্টও লিখেছেন একাধিক ওয়েবসাইটে।
প্রিয় অবসর যাপন গান শোনা। অনিয়মিত অভিনয় জীবনে কয়েকটি গান রচনাও করেছেন নাটকের জন্য। ছবি আঁকায় প্রথাগত শিক্ষা না থাকলেও নিজের কয়েকটি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ নিজেই করেছেন। আর একটি শখ ভ্রমণ যার দৌলতে পাওয়া গেছে একাধিক উপভোগ্য ভ্রমণ কাহিনী।
এখনও পর্যন্ত এককভাবে লেখা বইয়ের সংখ্যা ১৪ ও সম্পাদিত সংকলন ২টি। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও অনুবাদের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন।
স্বীকৃতি:
বঙ্গ সংস্কৃতি পুরস্কার ২০১২,
ঋতবাক ‘এসো গল্প লিখি’ পুরস্কার ২০১৬,
শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার ২০১৬ (ছোটগল্প),
ঊষা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার ২০১৮,
নবভপ্রভাত রজতজয়ন্তী বর্ষ সাহিত্য সম্মাননা ২০১৮ (গল্পগ্রন্থ)
প্রতিলিপি বিশেষ পুরস্কার ২০২০ (ছোটগল্প)
প্রতিলিপি প্রথম পুরস্কার ২০২০ (উপন্যাসিকা)
রাজেশ সরকার স্মৃতি পুরস্কার ২০২০ (প্রবন্ধ)
পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (মেঘদূত সাহিত্য পত্রিকা – সেরার সেরা সম্মান), ২০২০-২১
ডলি মিদ্যা স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২১
স্মৃতি ও চেতনা প্রথম পুরস্কার ২০২১
People Reflections 1st Prize, 2022 (essay)
সোনালি ঘোষাল পুরস্কার, ২০২২ (অনুবাদ)
The items in your Cart will be deleted, click ok to proceed.