“আল্পনা” কাব্যগ্রন্থে। মহাসমুদ্রের অতল থেকে অবগাহন করে উঠে এসেছে পবিত্র সন্ন্যাসীর মত। সিদ্ধ মন্ত্রে ঋদ্ধ করেছে আমার অনুচ্চারিত বাণীকে। তাদের মর্মস্পর্শী গ্রন্থনা কবিতার আঙ্গিকে সোচ্চার হয়ে ঘোষণা করেছে প্রবহমাণ জাগতিক জীবনধারা। যারা আড়ালে ফোটা পদ্মের মত গন্ধ বিতরণ ক’রে নীরবে নিশ্চুপে লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে, সেই তারাই আবিষ্কৃত হয়ে সংসার পেতেছে এই সীমাবদ্ধ আঙিনায়। বাস্তবের মাটির গন্ধে একাত্ব হয়েছে অ-গোছালো স্বরূপ পরিগ্রহ ক’রে। এই কবিতা সমূহ তারই প্রতিভূ।