গতিময় জীবন যুগান্তরের হাত ধরে এগিয়ে চলে।এই দীর্ঘ চলার পথের চড়াই উতরাই, নদীর বাঁকের কাছে হার মানে। নদী গর্ভে পড়ে থাকা নুড়ি পাথরের মতো জীবন পুরের পথিকেরও প্রতিটা পাতার রং একে অপরের থেকে ভিন্ন। পথিক চলে আপন গন্তব্যে আর এই গন্তব্যের রঙ হয় কোথাও সবুজ তো কোথাও নীল,আবার কোথাও সাদা তো কোথাও গেরুয়া। নানান বৈচিত্র্যে ভরা জীবন ঘটনা বহুল ও জীবন্ত নুড়ি পাথর যেন।