প্রাজ্ঞ, অভিজ্ঞজনেরা বলেছেন এমন কাজ না করাই ভাল যা গ্লানির জন্ম দেয়, যে গ্লানিমোচন করা যায় না। যে সুখে সকলের মঙ্গল নেই তা অভিশাপ। আর সেই অভিশাপ এমন দুঃখ, এমন বিপর্যয় ডেকে আনে যা থেকে মুক্তি মেলে না। লেখিকা প্রণতি চট্টোপাধ্যায়ের “এই আবর্তে” উপন্যাসের প্রধান দুই চরিত্র অভী ও সরসী এমনই বহু গুণে গুণী দুই মানুষ যারা ‘সবই আমি পেতে পারি, সবই আমার প্রাপ্য’ এই মন্ত্রে বিশ্বাস করে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে এমন গ্লানির গহ্বরে নিমজ্জিত হয় যা