Share this book with your friends

Muthoy Bondi Tomar Sriti 3 / মুঠোয় বন্দি তোমার স্মৃতি

Author Name: Riya Khan | Format: Paperback | Genre : Others | Other Details

ভালোবাসা কি?কিভাবে প্রকাশ করে সেটা?


এর অনুভূতি কেমন?

কাউকে ভালোবাসলে কি কেবলি তা, বার বার মুখে বলে বুঝাতে হবে, অপরপাশের মানুষটাকে?

যদি চোখ না বুঝে চোখের, ভাষা! হৃদস্পনের আওয়াজে যদি শুনতে না পায় অপর পাশের মানুষটাকে ভালোবাসার ব্যাকুলতা।

তবে মুখে বলে বার বার প্রকাশ করে কি লাভ?

ভালোবাসার অপর শব্দটা হলো বিশ্বাস, ভরসা।


একে অপরের প্রতি বোঝাপড়া, বিশ্বাস, ভরসা শব্দগুলো যতো গভীর,সে ভালোবাসার স্থায়িত্ব ততোই মজবুত।

চোখ সব সময় সত্যি দেখে না,কান সব সময় সত্যি শোনে না।


তাই সত্যি জানতে  হলে বাস্তবায়ন করতে হবে। আবেগের বশে চোখের দেখা বা কানের শোনা জিনিস গুলো যদি বিশ্বাস করে নিই, তবে জীবনে আসতে পারে কঠিন বিপর্যয়।

রোদ যে এমন একটা চরিত্র, যার মাঝে ভালোবাসার গভীরতা বিশাল।তবে প্রকাশ খুবই কম।


রোদ মুখের কথায় নয় কাজে বিশ্বাসী। ভালোবাসার মানুষটাকে যথাযথ যত্নে রেখে আগলে রাখতে জানে। তবে অপর পাশের চরিত্রটা নীলা, সে অঢেল ভালোবাসলেও ভেতরে বিশ্বাসের অভাবে, সে তাঁর ভালোবাসার মানুষটাকে দূরে ঠেলে দেয়।

আর রোদ, যে বার বার তাঁর ভালোবাসার মানুষটাকে হারিয়ে বার বার ফিরে আসে। ভূল নিজে না করেও অপরপাশের মানুষটাকে দোষারোপ করে না।

ভালোবাসার মানুষটার মুখে তেঁতো কথা গুলো ভেতরে  যন্ত্রণার ক্ষত তৈরি করে দেয়,সময়ের কাছে হার মেনে ভালোবাসার মানুষটার কথামতো অনেক দূরে চলে যায়। বছরের পর বছর কেটে যাওয়ার পরও সে তাঁর ভালোবাসার মানুষটাকে ভুলতে পারে না।হেরে যায় জেদের কাছে, ফিরে এসে আবার ক্ষতবিক্ষত হয় ভালোবাসার মানুষটার কাছে। 

Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

রিয়া খান

লেখিকার নাম রিয়া খান।বাবার নাম,মোঃ আবুতালেব খান। মায়ের নাম,মোসাঃ রোলিয়া খানম। জন্ম ও বাসস্থান টাংগাইল,বাংলাদেশ। 


স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী,


করোনা না এলে এতোদিনে তৃতীয় বর্ষ শেষের দিকে থাকতো।জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। 


মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিজ্ঞানীর ছাত্রী হলেও। স্নাতকে এসে  ইংরেজী বিভাগে পড়াশোনা।

স্বপ্ন,অনেক ভালো লেখিকা হওয়ার।


গল্প লিখালিখিটা শখের বিরাট একটা অংশ।বই পড়া,লিখালিখি করার পাশাপাশি আরেকটা শখ আছে, সেটা হলো পৃথিবীটাকে ঘুরে দেখা, কিন্তু সেটা পূরণ হবে না কখনো।আবদ্ধ অন্ধকার ঘরে চুপচাপ বসে থেকে কল্পনাতেই পৃথিবীটাকে ঘুরে দেখি। 

প্রিয় লেখক, হুমায়ন আহমেদ। 


প্রিয় কবি, কাজী নজরুল ইসলাম, রবিন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ।


কিশোরী বয়স থেকেই আমি সাহিত্যপ্রেমী, শখের বশে কবিতা লিখতাম স্কুল জীবন থেকে।


 কিন্তু কখনো ভাবিনি সাহিত্যের জগতে পা রাখতে পারবো।


তবে প্রতিনিয়ত সাহিত্যের প্রতি আলাদা অনুভূতি জাগে,ইচ্ছে জাগে এই জগতটাতে প্রবেশ করার।

প্রযুক্তির আধুনিকতায়  সুবিধা হওয়াই, ভেতরে ইচ্ছা গুলো প্রবল হতে থাকে।সেখান থেকেই শখের বশে সোশ্যাল মিডিয়াতে গল্প লিখালিখির যাত্রা শুরু ।গল্প লেখার যাত্রাটা এতোদূর অব্ধি হয়তো আসতো না, কিছু মানুষ থাকে হাতটা ধরে সঠিক  পথে ধাবিত করার,আমার জীবনে সেই মানুষ টা হলো আমার শ্রদ্ধেয় প্রিয় "রিমি আপু" সেই শুরু থেকে পাশে ছিলো,আজও আছে। 

পরিবার থেকে সাপোর্ট না পেলেও, পাঠক পাঠিকার ভালোবাসা আর অনুপ্রেরণায় গল্প লেখার শক্তি পাই।প্রতিটা পাঠক পাঠিকা আমার একেকটা শক্তির উৎস।

"জীবনে সাফল্য তো আসবে, তবে সেটা সময় সাপেক্ষ।  " এই বাক্যটা দিয়েই নিজের উপর আত্মবিশ্বাসী আমি।

সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে, আমার ভালোবাসার পাঠক পাঠিকা গুলোর অনুপ্রেরণা  থাকলে,আজীবন চেষ্টা করবো ভালো কিছু উপহার দেয়ার।


চেষ্টা করবো নিজের সর্বোচ্চ টা দিয়ে মস্তিষ্কের ভাবনা গুলোর উপমা, একটা আত্মতৃপ্তির গল্পে পরিণত করার।


অবিরাম প্রচেষ্টায় থাকবো, কল্পনার সেই এলোপাথাড়ি আজব উপকরণগুলোকে, একটা বিন্যস্ত চরিত্র ও কাহিনীর  রূপ দেয়ার।


সব শেষে এটাই বলবো,পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে, ভুল গুলো ধরিয়ে দেবেন, আমি অবশ্যই শুধরে নেবো।


সাহিত্য সম্পর্কে আমি সর্বজ্ঞানী নই,অনেক কিছু  বাকি আছে সাহিত্য সম্পর্কে  জানার। 

Read More...

Achievements

+7 more
View All