You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal‘প্রবাহমান’ আমার লেখা একটি বাংলা কবিতা বই। এই বইটিতে আছে মানুষের জীবনের বিভিন্ন দিক – তাদের শৈশব, বিভিন্ন বয়সকাল, বার্ধক্য, জীবনের নানা ঘটনা কবিতার মধ্যদিয়ে প্রতিফলিত হয়েছে। আমার আশা এই বইটি মানু্যের মনে এক নিরলস আনন্দ যোগাবে। বাঙালির মধ্যে বাংলা পাঠের আগ্রহ জাগাবে। আজ কাল বাংলার খুব অভাব হোয়ে পড়েছে। বেশির ভাগ বিদ্যালয়ে আজ আর বাংলা মাধ্যমে নেই। বাংলা ভাষার, বাংলা সাহিত্যের উন্নতি খুব একটা পরিলক্ষিত হয় না। বাংলার লেখক এবং কবি খুবই কম। আমার সাহিত্যের স্বপ্ন এই বইয়ের মাধ্যম দিয়ে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। পাঠকরা আমার এই বইটিকে সাদরে গ্রহন করলে আমি আন্তরিক ভাবে আনন্দ পাব ও তৃপ্তি অনুভব করব।
ডঃ অসীম কুমার নস্কর
ডাক্তার কবি শ্রী অসীম কুমার নস্করের জন্ম ইং 10th Dec.1963. বাবা ধীরেন্দ্রনাথ নস্কর , মা ঊষা নস্কর । আদি বাড়ি সোনামুখী কৃষ্ণনগর, মহেশতলা, দঃ 24 পরগণা। স্ত্রী নমিতা নস্কর, দুই ছেলে অনঘ ও অনীক। পড়াশুনা দঃ 24 পরগণা, কোলকাতা ও শিলিগুড়ি। সোনামুখী কৃষ্ণনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সোনামুখী বিবেকানন্দ জুনিয়র হাই স্কুল, শিবরাম মাধ্যমিক শিক্ষা নিকেতন , ঠাকুর পুকুর বিবেকানন্দ কলেজ। অত্যন্ত মেধাবী। সব জায়গায় প্রতিটি ক্লাসে প্রথম বিভাগে পাস করেন। দরিদ্র ঘর থেকে বড় হোয়েছেন।বিদ্যাসাগরের মত সব কাজই তাঁকে করতে হোতো। ডাক্তারী পড়ার আগে তিনি দারিদ্র্যের জন্য Telephone Operator হিসাবে কিছু দিন কেন্দ্রীয় সরকারী চাকুরি করেন। ডাক্তারী পড়া শিলিগুড়িতে, উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ। এর পর তিনি বিভিন্ন হসপিটালে কাজ কোরে অভিজ্ঞতা অর্জন করেন। যেমন- B.R. Singh Hospital, Kolkata in Medicine & Cardiology , S.S.K.M(PG) Hospital, Kolkata in Cardiology & Cancer unit, May and Flowers Nursing Home, Kolkata in medicine, Garden Reach Nursing Home ,Kolkata in medicine & Pediatrics, Repose Nursing Home in Medicine & Cardiology , Behala Balananda Brahmachari Hospital, Kolkata in Medicine Cardiology Pediatrics & Under 5 clinic, M.P.Birla Foundation Society Hospital, Budge Budge,Birlapur in medicine. এরপর তিনি বিভিন্ন রেলওয়ে হসপিটালে কাজ করেন, যেমন- জামালপুর রেলওয়ে হসপিটাল, মালদহ রেলওয়ে হসপিটাল, অণ্ডাল রেলওয়ে হসপিটাল এবং কস্তুর্ব গান্ধী হসপিটাল, চিত্তরঞ্জন। তিনি নানান সময়ে ADMO, DMO, Sr.DMO, Sr.DMO(SG) ও MS হিসাবে কাজ করেন। শেষ পর্যন্ত তিনি Addl.Chief Medical Superintendent পদেও কাজ করেন। গরীবদের সাহায্য করার জন্য তিনি NASKAR CHARITABLE HEALTH CAMP নামে একটা Organization চালান। ঘরের কাজ, রান্না বান্না, টেলারিং এর কাজ, উল বোনার কাজ ইত্যাদি অনেক কিছুই পারেন। তিনি তবলাও বাজানো শিখেছেন। ভালোবাসেন পড়তে, লিখতে, গান শুনতে, ছবি আঁকতে, বাগান করতে এবং ভ্রমণ করতে। পড়াশোনা, কর্মক্ষেত্র এবং দাতব্য চিকিত্সার জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁকে সাম্মানিক পুরস্কারও দেওয়া হয়। 'জীবনমুখী' তাঁর প্রথম কবিতা গ্রন্থ এবং " প্রাণবন্ত " তাঁর দ্বিতীয় কাব্য গ্রন্থ এবং “প্রবাহমান” তার তৃতীয় কাব্য গ্রন্থ।
The items in your Cart will be deleted, click ok to proceed.