Share this book with your friends

Gita Jnan Praveshika / গীতা জ্ঞান প্রবেশিকা গীতার ছাত্রোপযোগী বিবেচনা

Author Name: Dr. Ramchandra Pradhan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

হে অর্জুন ! সমস্ত কর্মের মূল জ্ঞানে অন্তর্নিহিত থাকার কারণে দ্রব্য যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ | (গীতা )

বিগত আশি বছর ধরে রামযস সংস্থান বিদ্যা বিস্তার এর জ্ঞান যজ্ঞ করে চলেছে | আজকে আমাদের সংস্থা  ১৮ টি বিদ্যালয় এবং একটি মহাবিদ্যালয় সাফল্যের সহিত সঞ্চালন করছে | আমাদের আদি সংস্থাপক লালা কেদারনাথের উদ্দেশ্যই ছিল আধুনিকতা এবং ধারাবাহিকতার মধ্যে সমন্বয় স্থাপিত করা |আমাদের ছাত্ররা ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক বিজ্ঞান মুখী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এটাও তিনি চাইতেন | তাঁর এই সমন্বয় বৃত্তি আমাদের সমস্ত বিদ্যা বিস্তার এর কাজে পথ প্রদর্শক | সেই অনুপ্রেরণা নিয়েই রামযস সস্থান জাতীয় ঐক্য, সর্ব ধর্ম সম ভাব  আর চরিত্র নির্মাণ এর ক্ষেত্রে  যোজনা বদ্ধ হয়ে কার্যরত |

গীতা জ্ঞান প্রবেশিকা প্রকাশিত করা এই উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের একটি প্রচেষ্টা | আমাদের এক প্রবীণ অধ্যাপক ড. রামচন্দ্র প্রধান এই পুস্তিকাটি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করেছেন |  মহান শিক্ষাবিদ ড. কারণ সিংহ এই পুস্তিকাটির পুরোবাক্য লিখে আমাদিগের উপর অনুগ্রহ প্রকাশ   কারেছেন |

গীতা সর্বকালের সর্বধর্ম সমভাবের গ্রন্থ| গীতা তে বর্ণিত ঐশ্বরিক সম্পদ, ত্যাগ , সন্যাস আর কর্ম যোগের মূর্ত প্রতীক ছিলেন রায় কেদারনাথ | আমার দৃঢ বিশ্বাস যে ছাত্ররা এই পুস্তিকার মাধ্যমে গীতার সম্যক জ্ঞানের সাথে সাথে রায় সাহেবের জীবনের সহিত পরিচিত হওয়ার সুযোগ পাবে | আমাদের সংস্থা প্রতি বছরই শিক্ষা পূর্ণ করে থাকে এমন ছাত্র দের এই বইটি বিনা মূল্যে দিয়ে থাকে  যাতে তারা নিজের জীবন পথে সংস্থার মহান পরম্পরা থেকে শিক্ষা পেতে পারে  | 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ড. রামচন্দ্র প্রধান

অনুবাদকের পরিবার একটি স্বাধীনতা সংগ্রামীদের পরিবার | ওই পরিবারের সদস্যরা দেশের স্বাধীনতা সংগ্রামে নানাভাবে যুক্ত থেকেছেন | সেই সুবাদে শ্রীঅনুবাদক, শ্রী চন্দন সুকুমার সেনগুপ্ত তাঁর ছাত্রাবস্থাতেই বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত হন; সারন্দা, তাতিবা, সিংহভূম ইত্যাদি স্থানে আদিম জানজাতির কল্যাণ যোজনা থেকে শুরু করে ক্রমাগত ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম বঙ্গ, আসাম, অরুনাচল, উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন | স্বর্গীয় রাধাকৃষ্ণ বাজাজের প্রেরোনায় কৃষি গোসেবার প্রবন্ধ সমিতির সদস্য পদ স্বীকার করেন ; সেই সাথে বর্ধার অন্যান্য সংস্থার সাথেও ক্রমাগত যুক্ত হতে থাকেন |

এর সাথে সাথে দেশের বিভিন্ন পত্র পত্রিকায় সময়ে সময়ে লেখার কাজ চলতে থাকে | আদিবাসীদের শিক্ষা রূপরেখা, মূল্য বোধ শিক্ষা , আধুনিক শিক্ষায় কাম্পযুটর প্রযুক্তির যোগদান বিষয়ে গবেষণাও করেন | প্রকাশিত লেখার মধ্যে চৈতন্যময় অধ্যাপন, সহাভাগিতার শিক্ষা , বুনিয়াদি শিক্ষার রূপরেখা, কুমারাপপার জীবন  ও কাজ, গীতা র উপর বিভিন্ন প্রবন্ধ, মর্যাদা পুরুষোত্তম রামের বিচার দর্শন , উদ্যোগ  ও উদযমিতা ; এই কয়েকটি উল্লেখযোগ্য | বাংলা, হিন্দী, ইংরাজী ও  মারাঠি এই চার ভাষাতেই লেখার দক্ষতা তাঁর আছে |   তাঁর লেখা বই এর সংখ্যা শতাধিক | বিশেষ করে গ্রাম বিকাস, আধুনিক শিক্ষা, সর্বধর্ম সমভাব , বিজ্ঞান ও প্রযুক্তি আর ভারতীয় ধর্ম দর্শনের নানা বিষয়ে লিখে থাকেন | মল্লরাজার রাজত্বে মদন মোহনের রহস্য নিয়েও তিনি একটি বই লিখেছেন |  মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন তথ্য ও রহস্য বিষয়ে তাঁর লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে | বিনোবা ভাবে , ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ , রামকৃষ্ণ ও অন্যান্য মনীষিদের আদর্শ কে সামনে রেখে বিভিন্ন সৃজনমূলক কাজে যুক্ত আছেন |

লেখক শ্রী রামচন্দ্র প্রধানের সহিত তাঁর পরিচয় বলতে গেলে তাঁরা একই পথের পথিক , একই আদর্শে অনুপ্রাণিত ও একই উদ্দেশ্য প্রাপ্তি তে কর্মরত | তাঁদের মিলিত প্রচেষ্টা তেই এই পুস্তিকাটি প্রকাশিত হয়েছে |

ঠিকানা:

চন্দন সুকুমার সেনগুপ্ত

আরবিন্দা নগর, বাঁকুড়া  - ৭২২১০১

পশ্চিম বঙ্গ

ভারতবর্ষ

Read More...

Achievements

+6 more
View All